
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ধারণ, দুই যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম

আরও পড়ুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে চালের ফাঁক দিয়ে এক প্রবাসীর স্ত্রীর (৩৫) ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ আরিফ (২১) ও একই গ্রামের শাহাজানের ছেলে শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ওই প্রবাসীর স্ত্রীকে হয়রানি ও কুরুচিপূর্ণ কথা বলে আসছিল অভিযুক্তরা। সোমবার রাতে নিজের কক্ষে গিয়ে শরীরে এলার্জির ওষুধ লাগান। একপর্যায়ে ওতপেতে থাকা আসামিরা ঘরের চালের ফাঁক দিয়ে গৃহবধূর ভিডিও ধারণ করে।
গত মঙ্গলবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হলে সবার পরামর্শে ওই নারী কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও আকাশকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।