
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ১

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

আরও পড়ুন
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে টঙ্গীর এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুন টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি
অরুনকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি
হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘এশিয়া পাম্প
এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’