
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩২ এএম
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:১৫ এএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত আটটার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডিপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
বাসন থানার ওসি কায়সার আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে ওই দুইজন চিটাগাং রোডে ভোগড়া বাইপাস হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে তারা মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।