
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩২ এএম
সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:৪৭ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোভ্যানে থাকা গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ।
অন্যজন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫)।
আহতরা হলেন-উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মজেম উদ্দিনের ছেলে মোতালেব (৫৫), ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কুটিরচর গ্রামের গোলাপ শেখের ছেলে সাগর আলী (২০) ঐগ্রামের আব্দুল করিমের স্ত্রী লামিয়া (২৫)। আহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ সাব স্টেশন মোড় অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ ২ যাত্রী নিহত হয় এবং অটোভ্যানে থাকা আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।
হাইওয়ে থানার ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।