
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩২ এএম
ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
বরগুনার আমতলীতে ধানক্ষেত দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো.আবদুল কাদের মুন্সী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.আবদুল কাদের মুন্সি একই এলাকার মৃত নূর মোহাম্মদ মুন্সির ছেলে।
জানা গেছে, উপজেলার কবিরাজপাড়া গ্রামের গনি হাওলাদারের দু্ই ছেলে নাসির হাওলাদার ও সিদ্দিক হাওলাদার তরমুজ চাষ করেছেন। তারা গোপনে তাদের তরমুজক্ষেত ও কাদের মুন্সির ধানক্ষেত পেচিয়ে ইঁদুর নিধনে বিদ্যুতের ফাঁদ পেতে রাখে।
কৃষক কাদের মুন্সি শনিবার বিকালে তার ধানক্ষেত দেখতে যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তাঁরে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে তরিকুল মুন্সি বলেন, বাবা বিকালে ধানক্ষেত দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। রাত ৮ টার দিকে আমি বাবাকে খুঁজতে ধানক্ষেতে যাই। পরে গিয়ে দেখি ধানক্ষেতের মধ্যে বাবার লাশ পড়ে আছে।
তিনি আরও বলেন, সিদ্দিক হাওলাদার ও নাশির হাওলাদার তাদের তরমুজক্ষেতে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছে। ওই তাঁরে পেঁচিয়ে আমার বাবা মারা গেছেন। আমি আমার বাবার হত্যাকারী সিদ্দিক হাওলাদার ও নাশির হাওলাদারের বিচার দাবি করছি।
পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির তালতলী জোনাল অফিসের প্রকেৌশলী মো.এমদাদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয় উর্ধ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আইরিন আলম বলেন, কাদের মুন্সিকে হাসপাতালের আনার আগেই মারা গেছেন।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, আমখোলা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।