
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পিএম
ধর্ষণচেষ্টা: হাত কামড়ে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম

আরও পড়ুন
বরগুনার তালতলীতে তরমুজ দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নাসির উদ্দিন (৫০) নামে এক চাষীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) তালতলী থানায় ধর্ষণ চেষ্টা অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গাবতলী এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে একই এলাকার তরমুজ চাষী নাসির উদ্দিন তরমুজ দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেন তিনি। পরে নাসিরের হাতে কামড় দিয়ে ছুটে এসে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহলের চেষ্টা চালানো হয়। জানাজানি হলে পুলিশ ভুক্তোভোগী ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তার পরিবার থানায় এসে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, তরমুজ দেওয়ার কথা বলে নাসির আমাকে ঘরে ডেকে নেয়। আমি ঘরে যাওয়া মাত্রই তিনি আমাকে ঝাপটে ধরেন এবং আমার কাপড় ছিঁড়ে ফেলে। আমি চিৎকার দিলে তিনি আমাকে ছেড়ে দেন।
স্কুলছাত্রীর মা বলেন, ঘটনার পরপরই আমাকে স্থানীয় প্রভাবশালীরা আইনি ব্যবস্থা নিতে বাধা দেন ও স্থানীয়ভাবে সালিশ ব্যবস্থা করার কথা বলেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা না করায় থানায় এসে অভিযোগ দায়ের করি।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। আগে আসামি ধরার চেষ্টা চলছে। রাতে মামলা রুজু করা হবে।