
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ এএম
যুবলীগ নেতা গ্রেফতার

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০১ পিএম

আরও পড়ুন
ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. সাব্বির হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সাব্বির হোসেন উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার দিবাগত গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি দাদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এরপর শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, যুবলীগ নেতা সাব্বির হোসেনকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় শুক্রবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন,
আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করা
হয়েছে। তাকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।