
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:৩০ এএম
দম্পতিকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে এসআই ক্লোজড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পিএম

আরও পড়ুন
এক দম্পতিকে মাদকের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার তাকে ক্লোজ করার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘শনিবার সকালে এসআই মামুনকে থানা থেকে রিলিজ দেওয়া
হয়।’
জানা গেছে, গত ৮ মার্চ রাতে পঞ্চবটি এলাকার মাদক কারবারি আকবর আলীর ঘর
থেকে পরিত্যক্ত অবস্থায় এসআই শ্যামল ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আকবর আলীর নামে
মামলা না দিয়ে তার ছোট ভাই মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগমের নামে মামলা দেয়
এসআই শ্যামল। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আল-মামুনকে দায়িত্ব দেওয়া হয়।
গত ১১ মার্চ মামুন মামলাটি তদন্ত করতে আসামি মোহাম্মদ আলীর কাছে যান।
ওই সময় তিনি টাকা দাবি করে। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানান মোহাম্মদ আলী। এ সময় তাকে
গ্রেফতারের ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা ঘুস নেন এসআই মামুন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী মোহাম্মদ আলী শুক্রবার ভৈরবের বাসস্ট্যান্ড এলাকায়
সংবাদ সন্মেলন করেন। বিষয়টি পুলিশ সুপার জেনে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত পুলিশ সদস্যকে
ক্লোজ করেন।
অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য মামুন বলেন, ‘মাদকের মামলার বাদী এসআই শ্যামল। আমি তদন্ত করতে ঘটনাস্থলে গেলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেন।’
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরি বলেন, কোনো পুলিশ
সদস্য অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। ঘটনাটি তদন্ত করার পর প্রমাণিত হলে তার বিরুদ্ধে
অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।