Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

ফরিদপুরে ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রঞ্জিত বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কে বা কারা কিংবা কেন এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আহত লিটন বিশ্বাস জানান, গেরদা ইউনিয়নের সাহেব বাড়ির পাশে রাতে দাওয়াত খেতে যান রঞ্জিত। বাড়ি ফেরার জন্য তিনি বের হলেও কোনো গাড়ি পাচ্ছিল না। পরে ভাই লিটনকে ফোন দিয়ে মোটরসাইকেল নিয়ে আসতে বলে। ভাইয়ের কথামতো মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন লিটন। পরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল দুই ভাই।

তারা কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি তাদের ওপর হামলা চালায় ও গুলি ছোঁড়ে। এতে রাস্তায় পড়ে যায় দুই ভাই। পরে হামলাকারীরা রঞ্জিতকে কুপিয়ে পালিয়ে যায়।

ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম