
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম
টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম

আরও পড়ুন
টঙ্গীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর হিমারদিঘীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত ওই যুবকের নাম মোশারফ (২৫)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার টেংরা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। মোশারফ টঙ্গীর হিমারদিঘী দত্তপাড়া এলাকায় জনৈক খলিলুর রহমানের ভাড়া বাড়িতে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চাকরি না পেয়ে মোশারফ হতাশায় ভুগছিলেন। এর মধ্যে প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে মোশারফের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। শুক্রবার দুপুরে ভাড়া বাসার নিজ কক্ষে একাই ছিলেন মোশারফ। পরে সন্ধ্যায় তার মা জোসনা আক্তার ওই কক্ষে এলে দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশটি থানায় নিয়ে যায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।