
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৫২ এএম
যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম

আরও পড়ুন
কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে তিনটি কার্টনের ভেতর থেকে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক বয়স ৪০ বছর। গায়ের রং শ্যামলা। শুক্রবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কার্টন তিনটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দুটি কার্টন ও একটি পলিথিনে মোড়ানো গোল বস্তু পড়ে আছে এবং কুকুর সেগুলো নিয়ে টানাহেঁচড়া করছে- এমনটা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো খুলে সেখানে এক যুবকের টুকরো করা লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান, কার্টনগুলো উদ্ধার করে সেখান থেকে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। লাশের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল শেষে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।