Logo
Logo
×

সারাদেশ

নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেফতার

কুমিল্লার লালমাইয়ে নববধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে হাসান মজুমদার (২২) নামে এক ঘটককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামে এ ঘটনা ঘটেছে। 

শুক্রবার বিকালে ৯৯৯-এর কল পেয়ে থানার সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল ফারুক একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার ঘটক হাসান মজুমদার একই গ্রামের ফকির বাড়ির দুলন আক্তারের ছেলে।

নববধূর স্বামী বলেন, হাসান মজুমদার আমার বিয়ের ঘটক। বিয়ের দিনই হাসান আমার স্ত্রীকে পছন্দ করেন। বিয়ের পর প্রায় প্রতি দিন তিনি আমার ঘরে আসতেন। প্রথমে আমি এসব বুঝতে পারিনি। আমার স্ত্রীর কাছে তার হাতের লেখা চিঠি পেয়ে বিষয়টি জানতে পেরেছি। আমি আমার স্ত্রী ও হাসানের শাস্তি চাই। 

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ও ভিকটিমের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসান মজুমদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী গৃহবধূও থানায় অবস্থান করছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা নববধূ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম