
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩৬ এএম
ছেলের চিকিৎসা করাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম

আরও পড়ুন
বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ ছেলে ইউসুফের চিকিৎসা করাতে এসে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান যাত্রী রিফা আকতার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ওই শিশু ও মোটরসাইকেল চালক আহত হন।
শুক্রবার বিকালের দিকে উপজেলার কৈগাড়ি মোড়ে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত গৃহবধূ রিফা আকতার বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল হোসেনের স্ত্রী ও নন্দীগ্রাম উপজেলার কহুলী গ্রামের আবদুল বারিকের মেয়ে। আত্মীয়ের বিয়ের দাওয়াতে তিনি বাবার বাড়িতে আসেন। শুক্রবার বিকালে সেখান থেকে অসুস্থ ছেলে ইউসুফের (৩) চিকিৎসার জন্য অটোরিকশায় নন্দীগ্রামের হাসপাতালে যাচ্ছিলেন।
নন্দীগ্রামের কৈগাড়ি মোড় এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছলে বগুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের পেছনে ধাক্কা দেন। এতে অটোভ্যান উলটে গেলে রিফা আকতার, তার ছেলে ও মোটরসাইকেলের চালক আহত হন।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর গৃহবধূ রিফা মারা যান।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক গৃহবধূ বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন। তার শিশু সন্তান সামান্য আহত ও মোটরসাইকেলের চালকের পা ভেঙে গেছে। এ ব্যাপারে তাদের অবহিত করা হয়নি। বিষয়টি বগুড়া সদর থানা দেখভাল করছে। তারাই আইনগত ব্যবস্থা নিবে।