
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
মায়ের সঙ্গে গোসলে নেমে ২ সন্তানের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে তাবাসসুম (৯) ও রেহান (৭) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি শাইরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক এরশাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতদের পিতা পারভেজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুখছড়ি কামার দিঘীরপাড়ের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, তারা দুজন মায়ের সঙ্গে ২ এপ্রিল বিকালে নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে নানাবাড়ির পুকুরে মায়ের সঙ্গে গোসল করতে যায় দুই সন্তান। হঠাৎ বাচ্চা দুটিকে কোথাও খুঁজে না পাওয়ায় মা চিৎকার শুরু করে দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাউসার সোলতানা জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।