
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পিএম
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর কাণ্ড

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
-67efecd03ccaf.jpg)
আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমের টানে প্রেমিকের হাত ধরে নুসাইবা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী উধাও হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে নুসাইবা আক্তারের সিঙ্গাপুর প্রবাসী স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এই দম্পতির ১২ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে অবুঝ শিশু সন্তানেরা মায়ের পথ চেয়ে শুধু কাঁদছে।
স্থানীয় ও স্বামীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী তৌফিক ফকির।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে সিঙ্গাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে আবার প্রবাসে পাড়ি জমান তৌফিক ফকির। দুই-এক বছর পর বাড়ি ফিরতেন তিনি। এর মধ্যে তাদের দুই সন্তানের জন্ম হয়। প্রবাসী তৌফিক দেশের বাইরে থাকায় রফিকুল ইসলাম ফয়সাল নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে নুসাইবার। একপর্যায়ে প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।