
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম
খালিয়াজুরীতে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পিএম

আরও পড়ুন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমির বিরোধে ভাতিজার কোদালে সংযুক্ত বাঁশ দিয়ে বুকে আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত হাবিবুর রহমান (৪৫) উপজেলার বল্লী গ্রামের সাত্তার মিয়ার ছেলে। অপরদিকে ভাতিজা তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হাবিবুর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই জয়নাল মিয়ার সঙ্গে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে খলায় (ধান শুকানোর জায়গা) ধান শুকানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কোদালে থাকা বাঁশের অংশ দিয়ে ভাতিজা তারাব নূর ভুক্তভোগীর বুকে আঘাত করেন।
এতে ভুক্তভোগী আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একই দিন আনুমানিক রাত ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে মৃতের দেহে আঘাতের চিহ্ন শনাক্ত করতে পারেনি পুলিশ।
খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটনা ঘটে। শুক্রবার হাসপাতাল মর্গে ময়নাতদন্তের কার্যক্রম চলমান রয়েছে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির অনেক সময় হার্টঅ্যাটাকে মৃত্যুর কারণ হতে পারে। হার্টঅ্যাটাক না আঘাতে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে থানায় মামলা করবে বলে জানান ওসি।