
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পিএম
মানিকগঞ্জে কার্টনবন্দি মধ্যবয়সি নারীর লাশ উদ্ধার

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম
-67efb697e114d.jpg)
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টনবন্দি অজ্ঞাতপরিচয়ের এক মধ্যবয়সি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ। এর আগে সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টনে আবদ্ধ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কাগজের কার্টনে মোড়ানো লাশটি রেখে যায় দুর্বৃত্তরা। লাশ শনাক্তে নেমেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
পুটাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা আমাকে জানালে আমি গ্রামপুলিশ পাঠিয়ে কার্টনের বাক্সটা বাঁশঝাড় থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। খবর দিলে পুলিশ এসে কার্টন খুলে মাঝবয়সি নারীর লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ওসি এসএম আমান উল্লাহ।
ওসি এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।