
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:১৫ এএম
রাজবাড়ী রেলস্টেশনে ট্রেনে ঢাকামুখী যাত্রীদের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম

আরও পড়ুন
ঈদের ছুটি প্রায় শেষের দিকে। তাই তো নাড়ির টানে বাড়ি ফেরা কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। আর এতেই ঢাকাগামী ট্রেনগুলোতে বেড়েছে ভিড়। শুক্রবার রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী পৌঁছালে ট্রেনের ভেতরে যাত্রীদের ভিড়ের দেখা মেলে। এছাড়া রাজবাড়ী রেল ষ্টেশনেও অনেক যাত্রীকে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা যায়।
শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী রেল স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে
অনেকে দাঁড়িয়ে আছেন। অপেক্ষা করছেন ট্রেনের। এর মধ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি
এক্সপ্রেস স্টেশনে পৌঁছায়। পরে অপেক্ষাকৃতরা ট্রেনে উঠতে থাকেন।
ওই ট্রেনে থাকা বেসরকারি চাকুরিজীবী সালমান নোমান বলেন, ‘স্ত্রী ও ছেলেকে
নিয়ে রাজশাহীর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষ। তাই ঢাকায় ফিরছি।’
নাদিয়া রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘ঈদ পালন করতে রাজশাহীতে বোনের
বাড়িতে গিয়েছিলাম। কাল অফিস শুরু হবে। তাই ফিরছি।’
মধুমতি এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকেট পরীক্ষক মো. আলীমুজ্জামান বলেন,
‘আমাদের প্রতিটি ট্রেনের বগিতে ১০৪ জন করে যাত্রী বসার ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু সিটের
চেয়ে মানুষ বেশি। ১৪ বগির সবকটিতেই মানুষে পরিপূর্ণ।’
শনিবার থেকে ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে জানান তিনি।