
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:২৭ পিএম
টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপুজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। ওই প্রবাসীর দাবি, প্রেমিকের সঙ্গে পালিয়েছে তার স্ত্রী। মাকে না পেয়ে কাঁদছে তার দুই সন্তান।
শুক্রবার সকালে সিঙ্গাপুর প্রবাসী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এসব অভিযোগ
করেন। এর আগে গত ৩১ মার্চ রাতে প্রেমিকের সঙ্গে তার স্ত্রী নুসাইবা আক্তার পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ
দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে পারিবারিকভাবে নিশ্চিন্তপুর
গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবাকে বিয়ে করেন তৌফিক। বিয়ের কিছুদিন পর সিঙ্গাপুরে
পাড়ি জমান তিনি। এর মধ্যে কয়েকদফা ছুটিতে বাড়ি আসেন। তাদের ঘরে জন্ম নেয় দুই সন্তান।
ওই প্রবাসী দেশের বাইরে থাকায় রফিকুল ইসলাম ফয়সাল নামে এক যুবকের সঙ্গে
নুসাইবার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা নিয়ে বাড়িতে কয়েক দফা সালিশি বৈঠকও হয়।
পরে গত ৩১ মার্চ প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে
যায়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘এ ঘটনায় একটি
লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।’