
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
আগুনে পুড়ল ১৯ দোকান

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

আরও পড়ুন
মাদারীপুরের পৌর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে লাগা আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান। এতে সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
মাদারীপুর ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা
গেছে, রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই
আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ১৯টি দোকান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পানি সরবরাহ করতে দেরি হওয়ায় আগুন
নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে তাদের। পুকুর-ডোবা ভরাট হওয়ায় এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।