
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
কারাগারের ব্যারাক থেকে কারারক্ষীর লাশ উদ্ধার, যা বললেন তার স্ত্রী

পটুয়াখালী জেলা প্রতিনিধি (দক্ষিণ)
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ এএম

পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষী সাজেদুল রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় মাগরিবের নামাজের পর সাজেদুল রহমান ডিউটি শেষের পর না দেখতে পেয়ে তার স্ত্রী জেলা কারাগারে এসে ব্যারাকের জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখেন। পরে সহকর্মীরা দরজা ভেঙে ঢুকে সাজেদুল রহমানের লাশ উদ্ধার করেন। লাশ সনাক্ত করেন পটুয়াখালী কারাগারের জেলার মোহাম্মদ লাবলু। কিন্তু বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয় সাজিদুল রহমান ছুটি চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে জেলার লাবলুকে গালাগালি করেন পরে আত্মহত্যা করেন।
এবিষয়ে যুগান্তরকে সাজেদুল রহমানের স্ত্রী ফাহিমা বলেন, ‘ডিপার্টমেন্টের জন্য নয়, সাজেদুল রহমান মাথায় সমস্যা ছিল। সে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতো। সে অনেক ডিপ্রেশনে ভুগতেন। তাই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’
নিহত সাজেদুল রহমান বাড়ি শেরপুর জেলার শ্রীবরদি থানার টাঙ্গারপাড়া গ্রামে। তার বাবার নাম মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জেলার মো. লাবলু বলেন, গত ২৩ মার্চ ছুটি থেকে এসেছেন সাজেদুল। ডিপ্রেশনে ছিলেন তাই হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে। আমি নিশ্চিত না, তদন্তের পর সঠিকটা বলা যাবে।