
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ এএম
চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২৮ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৩ এএম

আরও পড়ুন
চট্টগ্রামে অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
গ্রেফতাররা হচ্ছেন ওমরসানী, আজাদ উদ্দিন, জাফর, শুভ ওরফে রবিউল, এনামুল হক, মনজু ওরফে মজনু, মিঠু হালদার, রতন বড়াইক, পূর্ণিমা বণিক সৃষ্টি, টুকু বালা নাথ, আকাশ হোসেন, মুন্না, রবিউল ইসলাম, কিরন, মো. সাকিব, মো. লালচান বাদশাহ সাজ্জাদ, রোমান ইসলাম রাজু, নাছির, বেলাল, আশরাফুল ওরফে হাসু, সোহেল ওরফে মুরগী সোহেল। সাইদ হোসেন জীবন, আলাল, পারভেজ, আলমগীর ও জোবায়ের হোসেন।
এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, ‘নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’