
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম
৯ বছরের শিশুকে নিপীড়ন, যুবক আটক

কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
কুমিল্লার তিতাস উপজেলায় ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালাই গোবিন্দপুর গ্রামের চকের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক ওই গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে মো. দয়াল হোসেন (২৬)।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় অভিযুক্ত দয়াল হোসেন ভিকটিমকে থু-তু দেয়। এ সময় মারতে গেলে অভিযুক্ত ভিকটিমকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে ভিকটিম চিৎকার করে। আশপাশের লোকজন এসে অভিযুক্ত দয়াল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভিকটিমের পরিবার সূত্রে আরও জানা যায়, ৭-৮ দিন আগেও অভিযুক্ত দয়াল ওই শিশুকে যৌন হয়রানি করেছে; কিন্তু লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ভিকটিমের পরিবার।
তিতাস থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগে আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি এবং মামলা প্রক্রিয়াধীন।