
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম
দৌলতদিয়া লঞ্চঘাটে ঢাকা ফেরত যাত্রীদের উপচেপড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের লঞ্চঘাটে ঈদ শেষে ঢাকা ফেরত যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঘাটে লঞ্চ ভেড়ামাত্রই যাত্রীদের তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নামতে দেখা যায়।
বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ঢাকাসহ আশপাশের এলাকার শত শত মানুষ লঞ্চঘাটে আসছেন।
লঞ্চে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ নিয়োজিত করেছে কর্তৃপক্ষ। ঘাটে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, আনসার কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তায় কাজ করতে দেখা যায়।
ঢাকা ফেরত গার্মেন্টস কর্মকর্তা মাহবুব আলম বলেন, আমাদের অফিসের সবাই ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এ কারণে আমার ছুটি হয়নি। তাই ঈদের পরে বাড়িতে ফিরছি।
অপর যাত্রী রোকসানা আনোয়ার বলেন, ঢাকাতে ঈদ করব বলে আগে থেকেই সিদ্ধান্ত ছিল। অন্যরকম আইডিয়ায় ঢাকায় ঈদ কেমন কাটে উপলব্ধিটা নেওয়ার জন্য সেখানেই থেকেছিলাম। এখন দেশের বাড়ি মাগুরায় যাচ্ছি।
দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, ঢাকা ফেরত যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রী অনেকটাই কম। তবে শনিবার থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলে জানান তিনি।
ঘাটে পরিদর্শনে আসা ফরিদপুর অঞ্চল নৌপুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল ইসলাম বলেন, ঢাকা ফেরত যাত্রী ও ঢাকামুখী যাত্রীরা যাতে ঈদযাত্রায় ভালোভাবে পৌঁছতে পারেন- সেই দিক বিবেচনা করে আমরা টহল জোরদার করেছি। ছিনতাই, চাঁদাবাজি রোধে দৌলতদিয়া নৌপুলিশের টিমকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।