
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৬ এএম
১০ লাখ মুক্তিপণে লিবিয়া থেকে মঠবাড়িয়ায় যুবক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

মঠবাড়িয়ার সাপলেজার নলী জয়নগর গ্রামের বাসিন্দা লোকমান হোসেন। লিবিয়ায় জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বুধবার দেশে ফিরেছেন তিনি।
লোকমান হোসেন বলেন, ইতালি যেতে শাহ আলম নামে এক দালালের সঙ্গে আমার চুক্তি হয়। ওই দালাল সাড়ে ৩ লাখ টাকা নিয়ে আমাকে লিবিয়ায় অন্য এক দালালের কাছে বিক্রি করে দেয়। এরপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য হবিগঞ্জের শিরু ইসলাম নামে আরেক দালালকে ১০ লাখ টাকা দিয়েছি। তিনিও আমাকে ইতালি পাঠাননি। উলটো অনেক নির্যাতন করত। সেখান থেকে বাঁচার জন্য বাড়ির বসতঘর বিক্রি করে দিয়ে মাদারীপুরের দালার জমাদ্দারকে ১২ লাখ টাকা দিয়েছি।
লোকমান হোসেনের স্ত্রী রিমি আক্তার জানান, আমার স্বামী ১১ মাস পরে দেশে ফিরেছেন।
সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছেন। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।