
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভা শাখার অর্থ সম্পাদক মাহফুজুল হাসান তারেকের (৩৪) ওপর হামলার ঘটনায় স্থানীয় মৌলভী খালেদসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
আহতের ছোট ভাই মাইনুল ইসলাম হাবিব বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন ।
রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার মিয়ার বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির জেলা ও উপজেলার নেতারা। বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হামলায় জড়িত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
আহত মাহফুজুল হাসান তারেক বাঁশখালী পৌরসভা হেফাজতে ইসলামের আমির ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মাওলানা হাফিজুর রহমানের ছেলে।
আহত মাহফুজুল হাসান তারেককে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ব্যবসায়ী ও পুলিশ জানায়, রোববার রাতে বাঁশখালী পৌরসভার জলদীমিয়ার বাজারে চৌধুরী মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতার হাতাহাতি ঘটনার ধরে এই ঘটনা সংঘটিত হয়েছে।
আহত মাহফুজুল রহমান তারেক অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে আমার ওপরে হামলা চালানো হয়েছে। হামলায় নেতৃত্ব দেন মৌলভী খালেদসহ আরো ৪-৫ জন স্থানীয় সন্ত্রাসী।
আহতের ছোট ভাই হাবিব বলেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি ও আমার বড় ভাই তাদের প্রতিহত করেছিলাম। এই নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। মূলত সেই বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর তারা হামলা চালায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, ইসলামী আন্দোলন নেতা মাহফুজুল রহমানের ওপর হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।