
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম
জমি দখলের প্রতিবাদ ভোলায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পিএম

ভোলায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের প্রতিবাদ করায় ঈদে বাড়ি আসা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত ব্যক্তির নাম মোস্তফা ভুঁইয়া (৬০)।
বৃহস্পতিবার এ ঘটনায় ভোলা থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর আনন্দ এলাকায় বৃদ্ধ মোস্তাফিজের বাড়ি। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকার বউবাজার এলাকায় থাকেন। সেখানে রাজ মিস্ত্রির কাজ করেন।
ঈদে বাড়ি এসে তিনি দেখেন, প্রতিবেশী অভিযুক্তকের শামসুদ্দিন তার জমিতে গরুর গোয়ালঘর করার পাশাপাশি ময়লা আবর্জনা ফেলেন। গোয়ালঘর সরিয়ে নিতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শামসুদ্দিন ও তার পরিবারের লোকজন। কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সঙ্গে মোস্তাফিজকে পিটিয়ে আহত করা হয়। তাকে প্রথমে ভোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার বরিশাল রেফার করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওসি আবু সাহাদাত হাসনাইন আহমেদ পারভেজ জানান, পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।