
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০১ এএম
পরিবারের সামনে ওসির সঙ্গে মাতলামি, স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম
-67ee9a3b21b26.jpg)
আরও পড়ুন
বগুড়ায় মদ্যপ অবস্থায় স্ত্রী-সন্তানের সামনে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ করার পর গ্রেফতার হওয়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরকার মুকুল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাতে শহরের সাতমাথায় ঘটনার পর নেতা ও দুই কর্মীকে পুলিশে দেন। পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার পর জেল হাজতে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সুপারের বাংলোয় ঈদ পুনর্মিলনী শেষে মঙ্গলবার রাত দেড়টার দিকে গাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শহরের সাতমাথায় আসেন এক ওসি। তারা চা পানের জন্য গাড়ি থেকে নামলে সেখানে মদ্যপ অবস্থায় রুহুল আমিন, আহসান হাবিব ও নুরুল ইসলাম সেখানে আসেন। রুহুল আমিন ওই পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করেন, এত রাতে আপনার সঙ্গে ওই মহিলা কে? পুলিশ কর্মকর্তা প্রতিবাদ করলে রুহুল আমিন তর্কে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে থাকা সদর পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল হকের হস্তক্ষেপে পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে যান।
এ সময় উপস্থিত জনগণ পুলিশের পক্ষ নিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন। তখন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনগণের ওপর চড়াও হন। জনগণ তাদের তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে সদর ফাঁড়ির এসআই মাহমুদ তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেন। বুধবার তিনজনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরকার মুকুল সাংবাদিকদের বলেন, রুহুল আমিন সংগঠনের শহর শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্য দুজনকে তিনি চেনেন না। চিকিৎসকের সনদ অনুসারে রুহুল আমিন মদ্যপ ছিলেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে বগুড়া মডেল জেলা। এখানে সংগঠনের নাম ব্যবহার করে কেউ অসামাজিক কর্মকাণ্ডে জড়ালে তাকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। এ কারণে রুহুল আমিনকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে।