
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পিএম
আট মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় আট মাসের অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধীকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তারাকান্দার হরিয়াতলা গ্রামের কাজিম উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম (৩৫) আট মাসের অন্তঃসত্ত্বা এক বাকপ্রতিবন্ধীকে ঘরে একা পেয়ে হাত ও পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই প্রতিবন্ধীর হাউমাউ শব্দ পেয়ে পাশের ঘরের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।