
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
ঈদে বাড়িতে এসে গ্রেফতার হলেন সাবেক কাউন্সিলর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পিএম
-67ee95df7f95a.jpg)
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার রাতে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম চৌধুরী মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঈদ উপলক্ষে বাড়িতে এলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।