
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
চৈত্র মাসে ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম

আরও পড়ুন
দেওয়ানগঞ্জে চৈত্র মাসেও ঘন কুয়াশা পড়েছে। বোঝার উপায় নেই এটা শীতকাল না বসন্তকাল। ভোর থেকে ঘন কুয়াশা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছিল। ধানের শীষে কুয়াশার বিন্দু জমছিল। রাস্তায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে।
৮০ বছরের বৃদ্ধ আতাউর রহমান তার বন্ধুর সঙ্গে আলাপচারিতায় বলছেন- চৈত্র মাসে শীতের আমেজে ঘন কুয়াশা, আল্লাহ জানে কিসের আলামত।
ঘন কুয়াশা পড়ার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিয়েছে ঠাণ্ডাজনিত রোগ। কুয়াশা ভোর থেকে শুরু হলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্থায়িত্ব ছিল।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব যুগান্তরকে জানান, গরমের মধ্যে কুয়াশা পড়ায় শীতজনিত রোগ বেড়ে গেছে। হাসপাতালে এখন রোগীর সংখ্যা বেশি।