
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম
তারাকান্দায় হত্যা মামলায় গ্রেফতার ১

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম

প্রতীকী ছবি।
আরও পড়ুন
ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ আবেদ আলী (৭০) হত্যা মামলায় আব্দুল জব্বার (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২ এপ্রিল) বিকালে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল জব্বার তারাকান্দা উপজেলার চাকির কান্দা বালিখা এলাকার শামছ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ১৪ ময়মনসিংহ সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বৃদ্ধ আবেদ আলী ওয়াজ মাহফিল শোনার জন্য তারাকান্দা পূর্ব পান্ডলী গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এদিন পরিবারের লোকজন তাকে অনেক খোঁজা-খুজি করেও পায়নি। পরের দিন সকালে ওই গ্রামের এক ফিসারীর পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় আবেদ আলীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের মাধ্যমে লাশ শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. রোকিয়া বেগম (৩৭) বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৪ ঘটনার এক মাস ১০ দিন পর ক্লুলেস এ হত্যা মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আব্দুল জব্বারকে তারাকান্দা থানার হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গত ১৩ মার্চ অপর এক আসামীকে গ্রেফতার করে তারাকান্দা থানায় হস্তান্তর করেছে র্যাব।