
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ এএম
ফ্যাসিবাদী খুনিদের বিচার আমরা করবই: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম

আরও পড়ুন
শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, তার আগে শুধু আত্মীয়-স্বজনদের সিগন্যাল দিয়েছিলেন- আগের সপ্তাহে তারা যাতে পালিয়ে যেতে পারেন। তারা পালিয়ে গেছেন; বাংলাদেশে তার লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত করে রেখে গেছেন। নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে নিজের আত্মীয়দের নিয়ে পালিয়ে দিল্লি-কলকাতায় বসে একেক সময় একেক রকম নসিহত করছেন।
তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই- আমরা শহিদ আবু সাঈদ, শহিদ মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।
বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
অ্যাটর্নি জেনারেল জোর দিয়ে আরও বলেন, দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা শহিদদের প্রতি আমাদের কমিটমেন্ট। আমরা এই বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই; ভবিষ্যতে আর কোনো সরকার এভাবে খুনি হয়ে বেড়ে উঠতে না পারে। আর কোনো সরকার বাংলাদেশে গণতন্ত্র হত্যা করতে পারবে না। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। মাদকমুক্ত সমাজ চাই। শিক্ষিত জাতি চাই। যেভাবে শিক্ষিত জাতি বারবার শিকড়ে ফিরে এসে গর্বের সাথে বলতে পারবে- এমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল সেই সংগ্রামের একজন সৈনিক ছিলাম। আমরা সেই বাংলাদেশ আপনাদের দিতে চাই।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।