
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ এএম
গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ঈদ ছিল নিরানন্দ: প্রিন্স

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা ঈদের দিনেও ঘরের বাইরে ছিলেন, ঈদ ছিল নিরানন্দ। আজ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে সবাই স্বস্তিতে ঈদ উদযাপন করছেন। বুধবার বিকালে ধোবাউড়ায় ঈদপরবর্তী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, তবে পূর্ণ গণতন্ত্র এখনো আসেনি। বিএনপিও সংস্কার চায় তবে সংস্কারের নামে কালক্ষেপণ চায় না। এ সময় তিনি পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।
ধোবাউড়া ডাকবাংলোতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আ. ওয়াহেদ তালুকদার, জাকিরুল ইসলাম টুটন, আ. কুদ্দুস, হুময়ান কবির সরকার, গাজিউর রহমান, সোলাইমান সরকার, আ. মোমেন শাহিন, যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, যুবদল নেতা ফরহাদ আল রাজি, আমিনুল ইসলাম, মাসুদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফারুক হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শামীম মিয়া প্রমুখ।