
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১১ এএম
ভূজপুরে মানববন্ধনে হামলা-সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের ভূজপুরের বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় কৃষক দোলায়েত হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে হেয়াকো-রামগড় সড়কে এ হামলার ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন পরিকল্পিতভাবে মানববন্ধনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া ৮-১০ জন আহত হন। এতে মানববন্ধন পণ্ড হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে আনে।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক যুগান্তরকে জানান, ৩ মাস আগে কৃষক বেলায়েত হোসেনকে হত্যা করে একটি পক্ষ। বুধবার দুপুরে আসামিদের ছবি নিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করার চেষ্টা করলেও তারা (আসামিপক্ষ) বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ে আনে। এখন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।