
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম
দৌলতদিয়ায় জামায়াত নেতার দোকানঘর ভেঙে দিল জনতা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম

আরও পড়ুন
গোয়ালন্দের দৌলতদিয়া বাজারে রাতের আঁধারে নির্মাণ করা জামায়াত নেতার দোকানঘর ভেঙে দিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা। জিয়া সরদার নামের ওই নেতা দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক।
তিনি দৌলতদিয়া ইউনিয়নের সৈদালপাড়ার আজিজ সরদারের ছেলে। মঙ্গলবার রাতে তিনি ঘরটি তোলেন। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা সেটি ভেঙে ফেলেন। সেইসঙ্গে অনৈতিকভাবে নেওয়া লিজ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তারা।
এর আগে ১৬ মার্চ জিয়া জনগুরুত্বপূর্ণ ওই স্থানে ঘর তোলার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীরা বাধা প্রদান করেন এবং বাজার ব্যবসায়ী পরিষদে একটি লিখিত অভিযোগ দেন।
জানা গেছে, বাজারের প্রাণকেন্দ্রে সম্প্র্রতি ওই জায়গাটি রেলওয়ে থেকে নিজ নামে লিজ নেন জিয়া সরদার। কিন্তু লিজ নেওয়া জায়গায় বহু বছর ধরে বাজারের একমাত্র সরকারি টিউবওয়েল রয়েছে। ঘরটি তোলা হলে টিউবওয়েলটি তুলে ফেলতে হবে। তাছাড়া ঘরটি তোলা হলে আশপাশের ব্যবসায়ীদেরও অনেক সমস্যা হবে।
বিএনপি নেতা ও বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘ওই জায়গাটি রেল কর্তৃপক্ষ অনৈতিকভাবে লিজ দিয়েছে বলে আমরা মনে করি। শত শত ব্যবসায়ীর অসুবিধা করে এ জায়গায় আমরা কোনোমতেই কোনো ঘর তুলতে দেব না। অবিলম্বে লিজ বাতিল করতে হবে।’
এ বিষয়ে জামায়াত নেতা জিয়া সরদার বলেন, ‘আমি দলীয় পরিচয়ে কোনো কিছু করিনি। বৈধভাবে লিজ নিয়ে ঘর তুলছিলাম। সেখানে থাকা টিউবওয়েলটি তুলে অন্য কোথাও স্থাপন করে দেব।’