
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:০৩ এএম
ছাত্ররা জীবন দিয়ে মানুষের ভোট-ভাতের অধিকার ফিরিয়ে এনেছে: দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম

আরও পড়ুন
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাড়ে ১৫ বছরের আন্দোলনে রাজনৈতিক দলগুলো না পারলেও এ দেশের সাধারণ ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। ফ্যাসিস্টমুক্ত পরিবেশে পুসানের এ অনুষ্ঠান হচ্ছে, আগামী দিনে আরও বড় পরিসরে ছাত্রদের এ অনুষ্ঠান আয়োজন করা হবে।
দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)' আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে পুসানের সভাপতি মো. মিরন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বারী ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ, জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৮ বছর ভোট দিতে পারেনি। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত ভোট দেবে এবং মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সময়ক্ষেপণ করে দেশের মানুষের মনে অবিশ্বাসের জন্ম দেওয়া হচ্ছে। ছাত্রদের রক্তের বিনিময়ে ভোট ও ভাতের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রে তা নস্যাতের চেষ্টা করা হলে ছাত্ররাই তা রুখে দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।