
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম

প্রতীকী ছবি।
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঘরতাকিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল বৈদ্য রাজিব ( ৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
জোরারগঞ্জ বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার রাত ৯টায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জুয়েল বৈদ্য ঘরতাকিয়া গ্রামের বিমল বৈদ্যর ছেলে। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আনসার ভিডিপি ক্যাম্পের সামনে হঠাৎ একটি সিএনজি থেকে যাত্রী নেমে দাঁড়ালে সেই যাত্রীকে বাঁচাতে গিয়ে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী এলাকার বলে স্বজনরা তাকে নিয়ে যাওয়ায় আমরা ঘটনাস্থলে বাইক ও দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে আর পাইনি।