
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

প্রতীকী ছবি।
আরও পড়ুন
কুষ্টিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত তিনটি উপজেলায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হন। তার নাম রফজেল শেখ (৬৫)। তিনি ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সাহাদ আলী শেখের ছেলে।
অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিলা স্কুলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩) নামের দুই যুবক নিহত হন। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ ঘটনায় আহত হয়েছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) মশাররফ হোসেন জানান, তারা তিনজন রাতে মজমপুর এলাকা থেকে চা পান করে মোটরসাইকেলে শহরতলির মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। জিলা স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।