Logo
Logo
×

সারাদেশ

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অফিসসহ দোকানপাট ভাঙচুর, আহত ৬

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পিএম

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অফিসসহ দোকানপাট ভাঙচুর, আহত ৬

নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলীসহ (৫৫) ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির অফিসসহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস আলী (৫৫), আব্দুলপুর গ্রামের রিপন আলীর ছেলে মো. রাফি (২২), করিম মন্ডলের ছেলে মো. অন্তর আলী (২১), হাজ্জাজের ছেলে মো. শুভ্র (৩০) ও মো. আলমগীর (৪৫) প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাওড়া রেল ব্রিজে জুয়া ও লটারি ক্রয়-বিক্রয় নিয়ে স্থানীয় বিএনপির কর্মী নাহিদ, শুভ্র, কালাম, আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতকর্মীরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস ও তার কর্মী রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে এবং ইউনিয়ন বিএনপির অফিসসহ কয়েকটি দোকান ভাঙচুর করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. নাজমুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম