
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পিএম
ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম

প্রতীকী ছবি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জরিপ আলী (৫৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া মিনার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাঝরাতে দক্ষিণ কেরানীগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ‘জরিপ বাহিনীর’ সহযোগী মকবুল হোসেন, ইয়াজুল মিয়া ও মুজাহিদ হোসেনের বিচারের দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা।
নিহত জরিপ আলীর মেয়ের জামাই মো. বিশাল মিয়া বলেন, শুক্রবার জুমার নামাজের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ আলীর ভাতিজা স্বজল ও আল-আমিনকে মারধর করে সন্ত্রাসী ‘জরিপ বাহিনীর’ সদস্য মকবুল, ইয়াজুল ও মুজাহিদ। এ ঘটনাটি মীমাংসার জন্য বুধবার রাত সাড়ে ৯টায় ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার বসে। বিচারের সময় সন্ত্রাসী জরিপ বাহিনীর লোকজন বাঁশ দিয়ে আমার শ্বশুরকে আঘাত করে। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ খবর পেয়ে জরিপ আলীর লাশ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জরিপ বাহিনীর বিরুদ্ধে ইকুরিয়া বাজার এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। সন্ত্রাসী জরিপের বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, জমি দখল, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার চলাকালীন সময় দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা হয়। একপর্যায়ে একপক্ষ বাঁশ দিয়ে জরিপ আলীর ওপর আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।