
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
উপজেলা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম

আরও পড়ুন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী। আলমগীর ছাব্বিশা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এই ঘটনায় রোববার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আয়নাল হকের বাড়িতে সালিশ হয়।
সালিশে উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার রাশেদুল ইসলাম সেলিম, ভূঞাপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কমিশনার লায়লা খানম এবং পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খন্দকার লিমন।
সালিশে ওই নারী বলেন, ‘আলমগীরের সঙ্গে আমার ছোটবেলা থেকেই পরিচয়। এখনো মাঝে মাঝে কথা হয়।’ ভুক্তভোগী স্বামী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে আলমগীরের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে।’
ভুক্তভোগী স্বামী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বলেন, ‘এই ঘটনার প্রতিবাদ করায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে আলমগীর ও তার লোকজন।’
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ভূঞাপর থানার ওসি এ কে এম রেজাউল করীম বলেন, ‘আলমগীরের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী। এই ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’