
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
ঈশ্বরগঞ্জে সিনেমা হলে হামলা ভাঙচুর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

আরও পড়ুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর সোনালী টকিজ সিনেমা হলে দর্শকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এজন্য হলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর ওই সিনেমা হলে ছবি চলাকালে হঠাৎ সাউন্ড বক্সের সমস্যা দেখা দেওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা সিনেমা হলের চেয়ার বেঞ্চ ও কাউন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। হল কর্তৃপক্ষ বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকে হলে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে।
হল মালিক কর্তৃপক্ষ জানায়, সাউন্ড বক্সের একটু সমস্যা দেখা দেওয়ায় দর্শকরা উত্তেজিত হয়ে হলের দায়িত্বপ্রাপ্ত লোকদের ওপর চড়াও হয়। এ সময় তারা হলে হামলা চালিয়ে ব্যাপক হয় ক্ষতি করে। এতে হলের সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।