
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১১ এএম
নিজ ঘরে হাত-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ, যুবক কারাগারে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম
-01-04-2025-(2)--67ebf94e7749a.jpg)
নাটোরের বড়াইগ্রামে ঘরে ঢুকে গৃহবধূর (২৮) মুখ ও হাত বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার পরিমল নন্দী (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পরিমল নন্দী উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামের নীলমণি নন্দীর ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে ওই গৃহবধূর স্বামী মোবাইল মেরামতের জন্য জোনাইল বাজারে গেলে তিনি ঘরের দরজা মিশিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় পরিমল নন্দীসহ আরও দুজন অচেনা যুবক ঘরে ঢুকে ওড়না দিয়ে ওই গৃহবধূর মুখ ও দুই হাত বেঁধে ফেলে। পরে পরিমল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে পরিমল নন্দী ব্যক্তিগত কাজে খাকসা মোড়ে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে পরিমলসহ অজ্ঞাত আরও দুজনের নামে থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।