
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ এএম
ঈদের রাতে স্বামী কাজে গেলে ঘরে ঢুকে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় একটি বাজারের নৈশ প্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঈদের রাতে স্বামী কাজে গেলে জানালা দিয়ে ঘরে ঢুকে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সোমবার ঈদের দিন রাতে কটিয়াদী উপজেলায় ভুক্তভোগীর স্বামীর বাড়িতে তাকে ধর্ষণ করা হয়।
অভিযুক্ত যুবক হাকিম (২৫) কটিয়াদী উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ভুক্তভোগী জানান, আমার স্বামী বোয়ালিয়া বাজারে নৈশপ্রহরীর কাজ করে। সোমবার ঈদের রাতে তিনি কর্মস্থলে চলে যাওয়ার পর আমি আমাদের ছোট সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলাম। গভীর রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে হাকিম আমাকে বলপূর্বক ধর্ষণ করে।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, সোমবার রাতে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া বাজারের পাশে এক বসত ঘরের জানালা দিয়ে ঢুকে বোয়ালিয়া বাজারের নৈশ প্রহরীর স্ত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে হাকিম মিয়া নামে এক যুবক। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিম নিজেই হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক হাকিমকে ধরতে অভিযান চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।