
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ এএম
নিজ জমিতে গমের লাড়া পোড়াতে গিয়ে দগ্ধ হয়ে কৃষকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

আরও পড়ুন
নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে উঠা চরে নিজের জমিতে গমের লাড়া (গম কাটার পর জমিতে থাকা অবশিষ্টাংশ) পুড়াতে গিয়ে ছানাউল্লা খামারু ছানা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত ওই কৃষক একই এলাকার মৃত খলিল খামারুর ছেলে।
উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।