
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪০ এএম
পায়চারী করতে করতে হঠাৎ দৌড়, বাসচাপায় প্রতিবন্ধীর মৃত্যু

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে রাস্তা পারাপারের সময় রতন নামের এক মানসিক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাকে সবাই রতন নামে ডাকত।
পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন রতন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে একা পায়চারী করছিলেন। হঠাৎ দৌড় দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে পার হওয়ার সময় একটি বাস এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে কালকিনি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী উপজেলা রিপোর্টার্স ইউনিটি দপ্তর সম্পাদক সৈয়দ শামীম জানান, আমার বাড়ির পাশে মহাসড়কের পাশেই বাস চাপায় মানসিক প্রতিবন্ধী রতনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় মেলেনি। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এই সড়কটি ফোরলেন না হওয়ায় দুর্ঘটনা বেড়েই চলছে।
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে।