
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০১:১১ এএম
কুমিল্লার বিনোদন স্পটগুলোতে দর্শনার্থীদের ভিড়

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপভোগ করতে কুমিল্লার বিভিন্ন বিনোদন স্পটগুলোতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা।
ঈদের পরদিন মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল প্রতিটি বিনোদন স্পট।
পরিবার-পরিজন ও প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে নারী-পুরুষ,শিশুসহ সববয়সের দর্শনার্থীদের কুমিল্লার কোটবাড়ি ও আশপাশের বিনোদন স্পষ্টগুলো ঘুরে বেড়াতে দেখা গেছে।
এরমধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় জমাচ্ছে কুমিল্লার পর্যটক এলাকা হিসেবে খ্যাত
কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি শালবন বিহার, রাজবাড়ি, রূপবানমুড়া, ইটাখোলা মুড়া, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু-ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, রাজেশপুর ইকোপার্কসহ বিভিন্ন বিনোদন স্পটে।
এই স্থানগুলো দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের পর্যটকদের দৃষ্টি কেড়ে নিয়েছে। এবার ঈদের লম্বা ছুটিতে সেখানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা দর্শনার্থীদের ঢল নেমেছে।
এছাড়া বাংলাদেশে বসবাসরত অনেক বিদেশি নাগরীকও ঈদের ছুটিতে শালবন বিহারে আসতে দেখা যায়।
ময়নামতি জাদুঘরের পাশে বন বিভাগের পিকনিক স্পট এবং শালবন বিহারের পাশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
এছাড়াও কুমিল্লায় বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড়ের সুউচ্চ চূড়ায় উঠে অনায়াসেই কুমিল্লা শহরকে দেখা যায়। এই পাহাড় এলাকা এবং এর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন।
গাজীপুর থেকে ভ্রমণে আসা আলী আহমদ বলেন,কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহার ও জাদুঘরের কথা অনেক শুনেছি। তাই কোন দিকে না তাকিয়ে পুরো পরিবারই চলে এসেছি ঐতিহ্যবাহী কুমিল্লার শালবন বিহার
ম্যাজিক প্যারাডাইস পার্কের অ্যাডমিন মোদাব্বির হোসেন নাসির জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দর্শনার্থীদের ভালো উপস্থিতি রয়েছে।
ময়নামতি যাদুঘরের কাস্টডিয়ান মো. শাহিন আলম বলেন, এবছর ঈদে লম্বা ছুটির কারণে কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহারে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ নানা বয়সী বিনোদন পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে।
শালবন বিহারে ঈদের দিন ১২ হাজারেরও অধিক দর্শনার্থীর সমাগম ঘটেছে। ঈদের পরদিন তারচেয়েও বেশি দর্শনার্থীর উপস্থিতি রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় আমরা সজাগ দৃষ্টি রাখছি।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঈদকে ঘিরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন প্রতিটি বিনোদন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে।