
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ এএম
বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম

আরও পড়ুন
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে আজমাইন হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পৌর শহরের মালিরচর এলাকা থেকে উদ্ধার করা হয়।
মৃত আজমাইন হোসেন মালিরচর এলাকার তৌফিক হোসেন সোহেলের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিনগত গভীর রাতে নিজ ঘরে আজমাইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লোকজন।
পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় আনে। এলাকাবাসী জানান, আজমাইন মাদকাসক্ত ছিল।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।