
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ এএম
এক কাতল মাছের দাম ২১ হাজার টাকা!

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:০৬ পিএম

আরও পড়ুন
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরীঘাটের কলাবাগান এলাকায় জেলে আনিছ হালদারের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ।
যার দাম হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। পরে মাছটি অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
মঙ্গলবার সকালের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর ৭ নম্বর ফেরীঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
জেলে আনিছ হালদার বলেন, সোমবার রাতে আমিসহ আমার সঙ্গীরা পদ্মা নদীর ৭ নম্বর ফেরীঘাটে কয়েকজন মিলে মাছ ধরতে যাই।রাতে নদীতে জাল ফেলে বসে থাকলেও জালে কোন মাছ ধরা পড়েনা।পরে মঙ্গলবার সকালে আমাদের জালে ১৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়ে। তখন নদী থেকে নৌকায় করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ১ হাজার ৪শত টাকা কেজি দরে ১৫ কেজি ওজনের মাছটি বিক্রি করি।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ যুগান্তরকে বলেন, জেলে আনিছ হালদারের কাছ থেকে ১৫ কেজি ওজনের কাতল মাছটি ১ হাজার ৪শত টাকা কেজি দরে কিনে নেই।পরে সেই মাছটি অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা যুগান্তরকে বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়াতে এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।